পাপিয়া-সাবরিনার পর লোপা : কে গড়ে, কে ধরে?

 মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ::: পাপিয়ার রেশ না কাটতেই এসেছিলেন সাবরিনা। সাবরিনার পর এখন লোপা। সময় বদলায়। নামও বদলায়। ঘটনা কিন্তু কাছাকাছি। ক্ষমতা এবং অর্থের উম্মাদনাই মূল বিষয়। তা পাপিয়া, সাবরিনা বা লোপা সবার ক্ষেত্রেই। লোপা সামনে এলেন শিশু অপহরণের ঘটনায়। লোপার ফেসবুক প্রোফাইল বলছে, তিনি একজন রাজনৈতিক নেতা, সাংবাদিক, কবি, এনজিও ব্যক্তিত্ব। আরো কতো কি? ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে তোলা তার কিছু ছবি পাপিয়া ধাঁচের। গত ক’দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে এগুলো। অপহরণ ঘটনায় তদন্ত কর্মকর্তারা বলছেন, তিনি জিনিয়াকে অপহরণ করেছিলেন টাকার লোভ দেখিয়ে। পাচারকারী চক্রের সঙ্গে তার যোগাযোগের তথ্যও … Continue reading পাপিয়া-সাবরিনার পর লোপা : কে গড়ে, কে ধরে?